Khoborerchokh logo

গাজীপুরে চাকরি দেয়ার নামে কিশোরীকে ৭ মাস থেকে ধর্ষণ 235 0

Khoborerchokh logo

গাজীপুরে চাকরি দেয়ার নামে কিশোরীকে ৭ মাস থেকে ধর্ষণ ।

খবরের সময় ডেস্ক
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় এক কিশোরীকে (১৯) চাকুরির প্রলোভনে সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ।
 গত বুধবার (২ডিসেম্বর) রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতের নাম আবু হানিফ (২৮)।সে গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকার মৃত আনছার আলীর ছেলে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার মো. আবু হানিফ পেশায় গ্যারেজ মেকানিক। গত সাত মাস আগে ওই নারীকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকরি দেয়ার কথা বলে সু-সম্পর্ক গড়েন। পরে চাকরির কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে।পরে ওই নারীর অভিযোগে  গত বুধবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব জানায়,গ্রেফতারের পর আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করেন।এ ঘটনায় সদর থানায় হানিফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজ্জু হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com